"বিবেচনাহীন বিচার"
.
হৃদয়ের আকুলতা যদি সে বুঝতে পারে,
ব্যকুলতা কেন নয়,
সংশয় মনে দ্বিধা ও দ্বন্দ,
তবে ভুল কি এ পরিচয় ।
আমার যাপিত দিন যতগুলি,
তারই যাতনায় কাটিয়েছি খালি,
নিশ্চুপ সে তো নয় !
সে তো বিশাল সিন্ধু তীরে,
গগনের সুধা বহিছে ভূধরে,
আমারে ডাকিয়া আপন আলয়,
কেন সে ঘুমিয়ে রয় ।
আকুলতা যদি পারে সে বুঝতে,
ব্যকুলতা কেন নয় ।
খুঁজিয়া ফিরে তারে যতবার,
দুরত্ব পথে বাড়ে ততবার,
নিভিয়ে রাখা প্রদীপ শিখা,
অন্ধকারে হায়,
আকুলতা যদি চাওয়া হয় তোমার,
তবে আমি কেন নয় !
আমি শুধু কেন একাই হাটিবো,
একাই কেনো জাগিয়া থাকিব ?
সন্ধ্যাতারা সাক্ষী যেন,
আমি মিথ্যা নয়,
নিজেই ডেকে যদি চুপ করে থাকো,
আমি থাকবো না,
তা কি হয় ।