বৈচিত্র চিন্তাধারার প্রতিভা উপেক্ষা করে,
কতদূর আর যাবে হে মানবসত্বা,
কতটা পথ আর,
কত ক্রোশ দূরে তোমার আবস্হান ?
নিঃশব্দে চির ম্লান নতমুখে,
কতকাল আর উচ্চ গগনে পদার্পন করবে,
প্রজাবেশে রাজার দাম্ভিক আর কত ?
নিজেই চেয়ে দেখো আপন সত্বাকে,
কতটা ভীরু তুমি,
কতটা অসহায় এখানে,
এগিয়ে যাচ্ছ তবে কোন পিছুটানকে সাথে
নিয়ে ?
মানবসত্বা তোমাকে আমি আগেও দেখেছি,
আগে দেখেছিলাম তুমি কতটা শান্ত,
তোমার চোখে কত স্বপ্ন,
সেসব উচ্চ আশা নয়,
দেখেছিলাম খুশিতে থাকা কাকে বলে,
দেখেছিলাম নম্রতার এক নিদর্শন,
কিন্তু আজ তুমি পদতলিত মানবসত্বা,
তোমার উপর আজ সেই চাপ,
তোমার উপর আজ সেই অধিকার,
তোমার উপর আজ সেই নীল আকাশ,
যার যোগফল শূন্য ।
এ কি করলে মানবসত্বা,
এটাই কি ছিল প্রাপ্তি ?