আমার না পাওয়া স্বপ্নগুলো না পাওয়াই
থেকে যাক,
কার কি তাতে,
আমার পদ্মটা তোমার কাছে রেখো,
কাঁটাগুলো আমায় দিও,
আমার জীবন ঘড়ির সাথে বাঁধব ।
অপেক্ষার উপেক্ষা আর যে সমীচিন নয়,
এ যেন বৃহৎ পঙ্কতিগুলোকে,
মূহুর্তেই মূল্যহীন করে দেয়,
এ যেন রূপালি চাঁদের,
জোৎস্নাকে কমিয়ে দেয়,
এই এতসব বলছি,
জানি কর্ণগোচর হচ্ছে না একটুও,
তবু শেষ ইচ্ছাটা আমার,
নীল আকাশ অথবা নীল প্রজাপতি,
এটাও হয়তো বোঝ না যে,
কষ্টের রংটা নীল !
আর কি বোঝাব,
কথা দিয়ে কথা না রাখাটা,
নাকি খেয়ালীপনার নতুন কয়েকটা চিত্র ?
কোনটা ?