কেউ একজন বলেছিলো সে আসবে,
তবে আসতেই হবে এমনটা বলছি না,
শুধু মেঘের ওপাশ থেকে একবার ডাকুক ।
তার ডাকেই তো তেরো নদী পেরিয়ে যাবো
সহসাই,
সাত সাগরে বাধা নাহয় ইতিহাসে তোলা থাক ।
কেউ একজন বলছিলো সে আসবে,
কিন্তু এ কি হল ?
সে আসলো না !
আমি বলছি না সে আসুক,
শুধু বলছি যে হৃদকম্পনটা অনুভব করুক,
কয়লার মেশিনে হাতুরি চালানো ।
চোখের দিকে তাকায়ে থাকুক,
আর নীল রুমোলের ভাজে স্মৃতিগুলো আঁকুক ।
সে বলেছিল আঁকবে,
কেউ একজন বলেছিল সে আসবে ।
তার জন্যই তো এতসব আমার,
সব রেখেছি অন্তরালে,
লোকচক্ষুর অন্তরালে,
সে আসবে এই প্রতিক্ষায়,
সে বলেছিল,
সে আসবে।