এই যে আমায় দেখছো,
আমার বাহ্যিকতা !
আমি এমন না,
আমার জীবনটা আমার না ।
পথের ধারের এপার ওপার,
সব মিলিয়ে চলি,
সত্যিকারের আমি-কে,
হয়তো এখনও বুঝতে পার নি,
নদীর বহমান স্রোত,
গ্রহের কক্ষপথ,
প্রতিদিনকার রুটিন,
আমার চলে না,
আমি আসলে এমনটা না ।
আমাকে ছোট্ট একটা ঘাসফড়িং ও ভাবায়,
চোখের সামনে পিপড়ার গতিশীলতা,
আমি একদৃষ্টে তাকিয়ে থাকি,
আমি সবটা বোঝার চেষ্টা করি,
বলবে, আমি হয়ত কবি ।
তবে আমিও তো মানুষ,
যতবার-ই সব কিছুকে বুঝি না কেন,
আমারও তো ইচ্ছা হয়,
তুমি আমায় একটু বুঝবে,
কাঙ্খিত বিস্ময়ে একটু তাকাবে,
বেশি না একটিবার শুধু একাত্বতায় ভরিয়ে দিবে,
আমার অনুভূতিগুলো,
ইচ্ছার আকাশে ভাসিয়ে দিবে !
একটা কথা কি জানো?
আমার জীবনটা আমার না,
তোমার !!!