আজ কঠিন প্রশ্নের মুখোমুখি মোর প্রাণ
ভালোলাগা-ভালোবাসার দোটানায় সবকিছু সন্দিহান
ভালোলাগা কি? ভালোবাসা কি?
নাকি তা একই সুত্রে বাঁধা কাঠি?
মনীষী নই আমি,নই মহাপ্রেমী
এজন্যে বোধ করি,ধোঁয়াশায় নিমজ্জিত আমি।


ক্ষুদ্র জ্ঞান ধারণ করি,
তাই বুঝি,ভালোলাগাই তৈরি করে ভালোবাসা
তবুও মানুষ এই ভালোলাগাকেই করে হেলা।
ভালোবাসা যে ভালোলাগা থেকেই সৃষ্টি
এতো মানব মনের এক অপরুপ দৃষ্টি।


ভালোবাসা থেকেই ছোট্ট বায়েজিদ,
মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকে সারারাত!
এতো মায়ের প্রতি ভালোলাগা,ভালোবাসার অনন্য ধাপ


ভালোবাসা হলো----
টেবিলে খাবার রেখে স্ত্রীর স্বামীর প্রতীক্ষায় বসে থাকা,
বিরহ কাতর প্রেমিকের রাতের নিশ্চুপ কান্না
আশাবাদী প্রেমিকের প্রেমিকার পথ পাণে চেয়ে থাকা।


খোদার প্রতি ভালোলাগা থেকেই জন্মে ভালোবাসা
এ থেকেই মুমিন বান্দার সারারাত তাহাজ্জুদে বসে থাকা
রাসুলের প্রতি ভালোবাসা ই বাড়ায়
মক্কা মদিনার পথের আশেকের সংখ্যা।
দীর্ঘদিন না দেখা সখিনীর মুখশ্রী দেখার প্রতীক্ষাই ভালোবাসা
ভালোলাগা থেকেই জন্মায় মধুর দীর্ঘ প্রতীক্ষা অবসানের কামনা।


ওগো সখী-------
তবু কেন ভালোলাগা-ভালোবাসা নিয়ে এত কথা?
জানি ভয় করো---
অসুস্থ হৃদয়ের মূল পুঁজি যে সাময়িক ভালোলাগা!
সবার তো নয় অসুস্থ হৃদয়,কেউ তো আছে নিশ্চয়ই
তার কাছে আছে আবেগের মহত্ত্ব..
মনে ধারণ করে ভালোলাগার ও ভালোবাসার গুরুত্ব!!!