তোমার তনে হাজার মানবের ভীর
চারিদিকে সৃষ্টি হবে তব বেষ্টনীতে।
যদি ন্যাকাবটি রয় মুখের মুক্তিতে।
তৃষিত হবেনা কেউ চক্ষু করে চির।
ঝিমিয়ে যাবে পা দুটো মনটা অস্থির।
সবে হিসেব মেলাতে অক্ষম যুক্তিতে।
ভাববে এ কি দেখছি এই পৃথীবিতে!
চেতনা ভিষন ভাবে হয়ে যাবে থির।


তুমি তিব্র সত্যি চোখ ধাধানো সুন্দর।
যার আধিক্যতা হার মানায় চিন্তাকে।
পৃথীবিতে কত গ্রাম শহর বন্দর!
সব মানুষ অক্ষম ডিঙ্গাতে তোমাকে।
তুমি ধরণীতে শুধু একটায় মাত্র।
সর্ব বৃহৎ সৌন্দর্যের প্রতিমার গাত্র।