চাইনি পুতুল ভেবে কিনে নিতে তোকে।
ফাঁদ পেতে পাখি ভেবে ধরতে চেষ্টিনি।
পিঞ্জরে তোকে আবদ্ধ রাখতে চাইনি।
যদিও ইচ্ছেরা চায় তীব্রভাবে তোকে।
কিন্তু এটাও ভাবিনি আমি পড়ি শোকে।
সত্যিই তোকে পাবনা তা আমি বুঝিনি।
আমি স্বপ্নগুলো নষ্ট করতে চাইনি।
তবুও ইচ্ছেরা স্থির ডাকছে না তোকে।


সম্ভ্রম হিসেবে আমি হয়ত নগন্য।
কিন্তু অনবদ্য সত্য আমার প্রনয়।
তোর প্রতি হিতৈষণা থাকবে অক্ষুণ্ণ।
সকল শুভ সাধন সর্বদা সদয়।
তুই যদি সুখি হস আমাকে ব্যাতিত,
তবে তো আমিও খুশী স্বস্তিতে বাধিঁত।
____ঢাকা ০৯/০৩/২০১৬