আমি জেনেছি শত শত নিয়ম নীতি।
পৃথীবির কোটি কোটি মানুষের ভিরে।
পড়েছি সব শাস্ত্র সমুহ চক্ষু ভরে।
কিন্তু পাইনিকো আমি এত বেশী যুক্তি,
ইসলামের মতন আর কোনটাতি।
মতের মিলনে সে জব্দ করেছে মোরে।
তার তরে আমার মন আকুল করে।
স্যালুট তাকে, যে করেছে এর উৎপত্তি।


শুধু তোমার তারনে হতে পারে সৃষ্টি,
সে এক নতুন সমাজের উন্মোচন।
উচ্ছেদ হতে পারে নিকৃষ্টতম কৃষ্টি ;
ঘটাতে পারে এক শান্তির প্রজনন।
তোমার বিস্তার হোক আরো প্রসারিত ;
রব আমরা তব মাঝে হয়ে বাঁধিত।