তুই যে আমায় রেখেছিলি কত আদর, কত যত্নে ;
জায়গা না পেলে শেষে হৃদয় অঙ্গনে।
না খেয়ে আমি স্কুলে গিয়েছি অনেক অনেক দিন।
খাবার দিয়ে আসতে মাগো ভুলিসনিও একদিন।
সেই মা তুই চলে গেলি এত নিষ্ঠুরভাবে!
তুই বিহনে এখন আমি থাকব কিভাবে?
মাগো থাকব কিভাবে?


মাঠে-ঘাটে যখন ছুটে বেড়াই হই-হুল্লোর করে ;
সবার আগে তুই তো ফেরাস, ওগো মা ওরে।
তুই তো আমায় দেখিয়ে দিতিস, জীবনের পথচলা।
এখন কি আর পারব আমি পড়তে জয়ের মালা।
কেন তুই হারিয়ে গেলি, আমায় না ভেবে!
তুই বিহনে এখন আমি চলব কিভাবে?
মাগো চলব কিভাবে?


তোর কাছে থাকলে মাগো কিচ্ছুর অভাব নাই।
তাই তো আমি সর্বদা তোর কাছেই থাকতে চাই।
কিন্তু থাকলি নারে মা, তুই চলে গেলি দুরে।
তাও যদি তোক যেতেই হয়, সঙ্গে নিতি আমারে।
তুই বিহনে এখন আমি বাঁচব কিভাবে?
মাগো বাঁচব কিভাবে?