আজ তোমায় আমার মনটা দিতে চাই, তোমার মনের বিনীময়ে।
তুমি ফিরিয়ে দিওনা, নয়ত যে আর পাবনা, সে তো অজানায় যাবে হারিয়ে।


আমার ছোট্ট গাঁয়ের, ছোট্ট দীঘির পদ্মফুল তুলে এনেছি।
আমার ছোট্ট বেলার, ছোট্ট খেলার পুতুল নিয়ে এসেছি।
তুমি এখনি দাওনা, তোমার ওই হাত দুটো বাড়িয়ে;
আজ তোমাকেই আমি দেবো বলে, এ পথে এখনো আছি দাড়িয়ে।।


আমার বাড়ীর কাছে, মেঘনা নদীর পাড়ে ভেলা রেখেছি।
আমার ঘরের পীছে, জন্মানো ফুল দিয়ে সেটা সাঁজিয়েছি।
তুমি এখুনি এসোনা, তোমার ওই স্ব-স্থানটা ছাড়িয়ে;
আজ একই সাথে ভাসব বলে, এ পথে এখনো আছি দাড়িয়ে।।