তোরন দিয়েছি তাতে লিখেছি ভালবাসি তোমাকে।
মাঝ রাস্তায় পথ চলায় তা ছিল তব সম্মুখে।
রক্তিম আলপনায় লিখে দিয়েছি রাস্তার বুকে,
ঐ পৃষ্ট দিয়ে দীপ্তি নিয়ে হেঁটে চলেছ হাসি মুখে।
নিরব থেকেছ তবুও কিছুই বলনি আমাকে।
রটনা রটেছি মুখে বলেছি বহু তা বহুদিকে।
বদন শুধুই হল নন্দন হাত তবু নোলকে।
তাজ্জব আমি এ কোন ন্যাকামি দেখছি আমি চোখে!
চাঁদের হাট দেখিনি আমি দেখেছি রাতে চাঁদকে।
ইচ্ছে অনেক আমার হত হাতে-নাতে পেতে তাকে।
না বলতে পারলেও সে ইঙ্গিতে বলেছে আমাকেঃ
"কিছুতে পারবেনা করতে জয় মাঝ-দুরত্বকে।
ছুতে না পারলেও চিরদিন আলো দিব তোমাকে।"
শুভ্র মেঘ ছোঁয়ার ব্যর্থতায় ও বলেছে আমাকেঃ
"নত হচ্ছ আজ তাতে কি? ঠিক'ই পারবে কালকে।",
তেরিয়া নই ত্যাগিত আমি চলি সোজা নয় বেঁকে।
চাপ দিওনা মোর চিন্তার গায় ঘুমন্ত পুলকে।
ইষ্ট কিছু বল দিওনা মরীচিকার পথ এঁকে।


____ নিজ বাসবভন ০৮/০১/২০১৬