কেন আজিকে মলিন মুখ শত শত!
কোথায় হারাল আজ পুলকের দল!
কাজ সাঁজ ব্যস্ত বিরাজ কেন নির্মল?
অযথা কেন মন স্তম্ভিত হতাহত?
কেন আজ শোকের কাছে হয়েছ নত?
চোঁখে কেন স্রোত-ধারা কেন এত জল!
অশ্রু মুছিয়ে ফেল হয়ে যাও চপল।
অহেতু কেন জন্ম দিচ্ছ জীর্ণতা অত?


কাজ কর সুচনা সমাপ্তির আশায়।
পাখি নীড় হতে আসে নীড়ে ফিরে যায়।
আমিও জন্ম নিয়েছি মৃত্যুর আশায়।
যেথা হতে এসেছি ফিরলাম সেথায়।
মাটি হতে মানুষ আবার সেই মাটি ;
এটাই তো সত্য বিধির বিধান খাটি।
____ঢাকা ০৮/০৩/২০১৬