আল্লাহ সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ, দয়াবান।
মিলিত হয়ে মানুষ কতকিছু সৃষ্টি করে যান!
মনীষি সেই মানুষেরও স্রষ্টা আল্লাহ মহান।
হায়, সে কত প্রজ্ঞাময় তা বুঝারও নেই জ্ঞান!
নত, যতই ভাবিনা কেন হয়নাকো ধ্রিয়মাণ।
আকাশ, নভোমন্ডোল, বারিমন্ডল, ধরা, উদ্যান,
লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ, প্রাণী এবং তামান,
লাবণ্যময় ও তান্ত্রিকপন্থায় সজ্জিত-মানান।
হরদম সব বলে রব্ রব্ করে গুনগান।
রহমতে তার ওঠে জোয়ার, স্রতের ধাবমান।
নানা ফুল ফোটে পৃথিবীর পটে, কত তার ঘ্রাণ!
মেঘ হতে জল, বৃক্ষ হতে ফল, কত তার দান!
সূচিত ধরার সর্ব সৃষ্টি করে মোদের কল্যান।
চক্রিত ধরাতে সাচ্ছন্দে বাস করছি নিয়ে প্রাণ,
নানা নিয়ামত প্রভু মোদের করেছেন প্রদান।
কখনো তিনি চাননি তবুও সামান্য প্রতিদান।
রত থাকি সদা সৎ পথে মোরা এটাই তিনি চান।
ছিমছাম ধরাতলে যাতে করি তারি গুনগান।
★ঢাকা ০৬-০৮/০৬/২০১৬ ★কবিতার একাংশ।


বিঃদ্রঃ প্রত্যেক চরণের প্রথম অক্ষরগুলো মিলিয়ে পড়ে দেখুন। তাতে লেখা আছে "আমি মহান আল্লাহর নামে সুচনা করছি"।
এখানে ১৮টি চরণ। প্রত্যেক চরণে ১৮টি মাত্রা (অক্ষরবৃত্ত ছন্দ)। এবং এর চরণ-মিল ১৮টি ক। লক্ষ্য করে দেখুন প্রতিটি চরণ শেষেই "আন" ধ্বনি উচ্চারিত হয়।