শিশুকে গড়ে তুলতে সতর্কতা নাও।
শিশুদের কাছাকাছি ঝগড়া করনা ;
অন্যান্য কোন খারাপ আচরনও না ;
তার চক্ষুর সীমায় সাধুতা দেখাও।
নিখুঁতভাবে যা জানো শুধু তা শেখাও।
মিথ্যে কিংবা চোঁখে ধাঁধা উৎপন্ন করনা।
বাস্তব ও যুক্তি দিয়ে জাগাও কল্পনা।
নিরাশ করনা কাজে উদ্দীপনা দাও।


তুমি নেশাতে অভ্যস্ত যা ছাড়তে নত
সুরা ফাতিহা শিখেছ ভুলতে পারনি।
তবে শিশু শিক্ষা ভোলে কেন আস্থা অত?
বুদ্ধি ফোটে শিশুকালে তা তুমি জাননি?
ভুল শিক্ষা করে দিবে তাকে অবক্ষয়।
তিব্র শ্রমে সাবধানে শিক্ষা দিতে হয়।