কেউ যদি সুধায় আমায়,
ভালবাসা কারে কন?
আমি বলব এক কথায়,
"এর মানে বিসর্জন।"
কেউ যদি সুধায় আমায়,
তবু কেন ভালবাসা?
আমি বলব এক কথায়,
"আক্রান্ত আমি করিনি আশা।
মস্তক আমার দায়ী তাতে।
মত্ত প্রবল তার চিন্তাতে।"


ভালবাসা মানে নব সুরে,
ইথার-মাঝে বিলানো গান।
ভালবাসা মানে বলি তারে,
কমিয়ে ফেলা জীবন মান।
ভালবাসা মানে পদ্ম-ঝিলে
আর সাপের সশঙ্ক নয়।
ভালবাসা মানে চক্ষু নীলে,
লুকানো অশ্রু অব্যক্তময়।
ভালবাসা মানে হিতৈষণা।
তার তরে শত আরাধনা।


কেউ যদি সুধায় মোরে,
কি পেয়েছ তুমি ভালবেসে?
পাহাড় পৃষ্টে খোদাই করে,
লিখে দেখাব এক নিঃশ্বাসে,
পেয়েছি প্রেরণার বাগান।
কেউ যদি সুধায় মোরে,
কি পেয়েছ তুমি ভালবেসে?
বলব তখন দিগন্তরে,
পুরোনো সোপান ফেলে এসে,
পেয়েছি আজ নব সোপান।


কি কি আমার করা উচিত?
কিভাবে করা হবে ওসব?
সফলতা কতটা নিশ্চিত?
কিভাবে হবে সব সম্ভব?
তার জন্য প্রাপ্তি সমাধান।
কবিতা ও গান অগনিত,
কত গল্প নাটক উদ্ভব,
কত কিছুই হল রচিত
শুধু তাকে করে অনুভব।
আমি পেলাম শত সন্মান।


ভালবাসা মানে মানসীক ;
কিন্তু কেউ বলে শারীরিক।
শারীরিক রিপু ক্ষণস্থায়ী।
কিন্তু ভালবাসা চিরস্থায়ী।
শারীরিক চাহিদা পুরণে,
মানুষ যা করে প্রয়োজনে।
ভালবাসা নয় নাম তার;
তা শুধু ক্ষুদা এক প্রকার।
খুলে দেখ বাংলা অভিধান।
এর মানে প্রণয়, সন্মান।


ভালবাসা মস্তকে উৎপন্ন।
সেথা থেকেই হয় নিষ্পন্ন।
কিন্তু সেটা অনেক কঠিন।
সমাপন নয় সমীচীন।
যদি হয়, 'মিথ্যা প্রমাণিত '।
যদি প্রণয় প্রাপ্যের কৃত
কোন কাজ ভুল ত্রুটি হয়,
তাকে গালি দেয়া লজ্জাময়।
হেতু, আগেই বুঝা উচিত,
দ্বায়ী তুমি ছিলেনা অতীত।
____নিজ বাসভবন ০৩/০২/২০১৬


ভালবাসার প্রমাণ দিতে,
কেউ আবার চায় মরতে।
তাতে ধিক্কার জানাতে হয়,
তা বোকামি ছাড়া কিছু নয়।
ভুবনে বেঁচে থাকা কঠিন।
দুঃখ কষ্ট অগনিত দিন।
কয়েক মুহূর্ত কষ্ট পেয়ে,
পৃথিবী থেকে বিদায় নিয়ে,
দিবে ভালবাসার প্রমাণ?
তা কষ্ট লাঘবের প্রমাণ।


ফের মেলাই সমীকরণ।
আনো এখন যুক্তি চিন্তন।
কেউ যদি ভাবে, মৃত্যু কালে,
কেউ আমাকে বাঁচাবে বলে,
মৃত্যুকে করছি আলিঙ্গন।
তবে কেন বাঁচার স্বপন?
তা প্রণয় পাবার কৌশল।
আর যদি বুকে রেখে বল,
তা কেউ সত্যি সত্যিই করে,
তার সংবর্ধনা কি কবরে?


অনেকেই বলে প্রীতি জন্মে,
শুধুই বিশ্বাসের মাধ্যমে ।
কিন্তু আমি বলি ঠিক নয়।
এর জনক অনেক হয়।
প্রীতি মাপে আস্থা আবশ্যিক।
এটা সত্য বড়ই যৌক্তিক।
যদি প্রণয় পেয়ে না বুঝে
কেউ নির্বোধ মানব সেঁজে।
তবে যে করে দান প্রণয়,
সে কষ্টে আপতিত হয়।


ভালবাসা সৃষ্টি হতে পারে,
আমাদের রক্তের বিস্তারে।
হতে পারে সৃষ্টি দৃষ্টি থেকে।
অথবা শ্রবণ শক্তি থেকে।
কারো কোন প্রতিভার জালে
অথবা কারো চোখের নীলে,
হারাতে পারে মন অচিরে।
ভালবাসা সৃষ্টি হতে পারে,
কারো প্রতি প্রবল বিশ্বাসে,
অথবা মুগ্ধকর প্রয়াসে।
____নিজ বাসভবন ০৪/০২/২০১৬


বিঃ দ্রঃ কবিতাটিতে ১০টি স্তবক আছে। আবার প্রত্যেক স্তবকে ১০টি চরণ ও প্রত্যেক চরণে ১০টি করে মাত্রাযুক্ত।