এখন যদি বলি- আমার মেঘ আপনার মেঘ
...আলাদা মেঘ।
আপনার যে মেঘ আছে...সেটা জানেন তো!
দেখতে একই রকম হলেও-
আলাদা-আলাদা মেঘ!
বিশ্বাস করবেন না...?!
ফুঃ দিয়ে উড়িয়ে দেবেন আমার মেঘগুলোকে?!


যদি বলি একেকজনের মেঘ একদম আদি অকৃত্রিম
আক্ষরিক অর্থেই সারাদিনে...
লাল-নীল-সাদা-কালোর ছায়ায় তার জীবন ছবি আঁকে...
পাগল ঠাওরাবেন...?!
মাথার তাঢ় যে পুরাই গ্যাছে! সেই সনদে সই করে দেবেন?!


তারপর যখন আমি আপনার মেঘের ইতিহাস-ভূগোল দেখেশুনে পড়ে
বলে দেবো আপনার অতীত-বর্তমান-ভবিষ্যৎ?!
তখনতো যাবেনই থমকে!
আমার মেঘ কালো হবে হঠাৎ চমকে...অতর্কিতে হবে আগ্রাসী...
জানো না সে মাতাল মেঘের উত্তাল ঘূর্ণি দেখেই ভয় পাওয়াদের দল,
আমার করুণাদগ্ধ চোখের হালকা ইশারায়
দেখ কেমন মেঘত্রাসীরা মেঘবতী হয়ে ফুল দিয়ে যায় আমার পায়
শুধু তোরাই পাবি আমার একান্ত সে মেঘের বৃষ্টি খেতে।