আজ কি সেই দিন?
এক কাপ আগুন-গরম জীবনকে তিন ফুঁকে
মৃতপ্রায় শীতল চামচের দুটো নাড়া দিয়ে
আকন্ঠ পান করেও যেদিন-
আমরণ তৃষ্ণার্ত থেকে যেতে হয়?
তবে তাই হোক,
নিভে যাওয়া মশাল আরো উঁচু করে ধরি
চোখ বন্ধ করে, কানকে সুযোগ করে দেই-
আরও আরও তীক্ষ্ণ হয়ে উঠুক সে...
...হ্যা...একটা শব্দ পাওয়া যাচ্ছে...দ্রুতই কি বাড়ছে...!
ঝেড়ে ফেলি যতো ভয়, এখন ভয়ের সময় নয়।
মৃত্যুর আগেই মশালের আলোয় কিছুটা ঝলসে নেব চোখ
উষ্ণ চোখে পরখ করবো শীতল মৃত্যুর লোভ।