জোছনা আবারো জ্বেলেছে আলো
আবারো জলেই জলাঞ্জলি
ফুরিয়ে আসা সুখ-ব্যাথাগুলো খুঁড়িয়ে-খুঁড়িয়ে হাঁটে...
আরও খানিকটা বুড়িয়ে-বুড়িয়ে যায়...
ঘুরে-ফিরে ফিরে আসে যতো গোলকধাঁধা
আর গলি-তস্যগলি
হয়তো ভাবে, এখনি পাবে...


মিছে দেখা হয় সেই গভীর জলের তলি
বিরহী জলপরীদের কোলে এখনো বিষণ্ণতার ঝুলি
হবে না বুঝি আর কখনো-
হাত ধরাধরি...চোখে চোখ রেখে, কথা বলাবলি...
দলেদলে আসে, তারা তুখোড় খেলোয়াড়
তারা জলজ-মরীচিমায়া
আমি শুধুই ধরিতে যাই, ওরা খেলে পলাপলি।