এই কবিতা সেই অচেনা মেয়েটার জন্য...
শহরের জ্যামে আমাকেই দেখে যার-
কেটেছিল নিদারুণ স্বপ্নময় অপরাহ্ন!


হয়তো পেয়েছে সুদীর্ঘ রাতের স্বাদ,
সারারাত এপাশ-ওপাশ, বিরতিহীন ছটফট...
পাবে কি পাবেনা দেখা, ভাবনায় শুধু-
পাওয়া না পাওয়ার সংকট!


আক্ষেপের শিকলে বেঁধেছে শুধু নিজেকেই
ফোন নম্বরটা পেয়ে যেত হয়তো চাইলেই,
সযতনে জমিয়ে রাখা নীলপদ্ম...
শুকোবে তবে কি অচিরেই!