রুপে তুমি হও যেমনি
গুনে তুমি অনন্য,
রাতের আধাঁর বাড়লে পরে
হয়ে ওঠো তুমি বন্য।
দূরালাপনির রঙ্গিন লাইট
চোখে খেলে আলোর ঝিলিক,
দুই আঙুলের ছোঁয়ায় জাগে
নষ্ট প্রেমের সুপ্ত বাতিক।
রাতের খেলায় সঙ্গী তোমার
নিষিদ্ধ সব জন,
রাত গড়িয়ে মধ্য হলে
তবেই ভরে মন।
তোমায় যদি প্রশ্ন করি
খেলছো তুমি এ কোন খেলা?
না না বলে গর্জে ওঠো
চোরের মায়ের বড় গলা।
গর্জন তুমি যতোই করো
শাক দিয়ে মাছ যায় না ঢাকা,
ভাবতেও তবু অবাক লাগে
সত্যি তুমি ইঁচড়েপাকা।