কাল সকালে চলে যাবো জ্যামের শহরে হায়,
চলবে গাড়ি ঘুরবে চাকা পৌঁছে যাবো ঢাকায়।
গায়ে মেখে স্নিগ্ধতা শুরু হবে পথ চলা
অনেক কে হবে নাতো চলে গেলাম বলা।
মধ্য রাতে ঘুমের মাঝে উঠবে যে মা জেগে
যাচ্ছে সময় করবে যে কাজ কালবৈশাখীর বেগে,
এটা ওটা কত কিছু করবে অবশেষ
পাতে দিয়ে বলবে বাবু হয়েছে নাকি বেশ?
তাহার খোকা খায় যে কত তা জানে সে ভারি
পাড়লে পাতে উল্টে দিবে খাবার ভর্তি হাঁড়ি।
মাথার উপর হাত বুলাবে দেবে নানান উপদেশ
আরেকটু খাও,অল্প আছে পারবে তুমি এই তো বেশ,
পেটুক খোকা খাবেও বেশ পেটটি তার হবে চওড়া
মায়ের মুখেও ফুটবে হাসি স্নিগ্ধতাতে ভরা।
মায়ের পায়ে সালাম ঠুকে বলবো আমি আসি
হটাৎ করেই উধাও যেন মায়ের মুখের হাসি!
কাঁধে ব্যাগ চলবো পথে, মাও চলবে সাথে সাথে
পেছন ফিরে বলবো আমি,  আসতে হবে না যাও ফিরে যাও
কাছে ফিরে কথা বলে উঠে বসি রিকশায়
ঘুরতে মোড় তাকিয়ে দেখি তাকিয়ে আছে সে মুখটায়।
সময় দেখে করবে ফোন এলো নাকি গাড়ি?
এবার যাচ্ছো আবার কবে, আসবে বাবু বাড়ি!


(,,অসমাপ্ত)