ওসে যাক চলে যাক
আর যেন গো নাইবা ফিরে আসে,
যে সুখের আসে যাচ্ছে চলে
যেন সেই সুখের ভেলায় ভাসে।
স্রষ্টার নিকট এই মিনতি
হউন যে সদয় তাহার প্রতি।
তাহার মনে জমে না যেন
আমায় দেখার  খেদ,
আমায় ফেলে যাচ্ছে চলে
মনে পুষে, হরেক রকম জেদ।
তাহার জেদের কোনটা সত্য কোনটা জানি মিথ্যে
ভুলের মাঝে বসত করে, আটকে ভুলের বৃত্তে।
তার মনে যে নেইতো কোন,
ভুল ভাঙ্গাবার ইচ্ছা।
দিনে দিনে বাড়ছে মনে
নানান রকম কেচ্ছা।
যাদের গলায় জড়িয়ে তুমি
বলছো কথা যেসব,
একবারও কি পড়ে না মনে
কিইবা ছিল সেইসব।


(অসমাপ্ত,,)