সূর্যটা পশ্চিম আকাশে হেলে পরতেই
ঘনত্ব বাড়তে থাকে রাতের আধাঁরের।
অন্ধকারে পা ফেলতেও ভয়,
তারপরও দ্রুত পায়ে হেঁটে চলা
ফসলের আইল ধরে।
দূর আকাশের মেঘে ঢাকা চাঁদটাও
হেঁটে চলে আমারি সাথে।
মধ্যরাত পেরুতেই হেঁসে ওঠে বাঁকা চাঁদ
নিমিষেই আলোকিত করে তুলে চলার পথটি।
রুপালী চাঁদের আলো সবুজ ঘাসে পরতেই
চিকচিক করে হেঁসে ওঠে ঘাসের টগায় জমা
হীরের টুকরোর ন্যায় প্রতি বিন্দু শিশিরের ফোটা।
পা ফেলতেই শিক্ত করে তুলে পায়ের তল
সবুজ প্রান্তে ঢেউ খেলানো বাতাস
শরীর ছুঁয়ে বয়ে যায়,
রেখে যায় প্রশান্তির ছাপ।