আজ আমার চারিপাশে দৈন্যতার ছাপ
কোন কিছুতেই নেই আর চকচকে ওজ্জ্বলতা।
ঘরের দেয়াল থেকে খোসে পড়ছে পলেস্তার
আর মনের দেয়াল থেকে রঙ,
সেই কবেই তো গত হয়েছে সোনালী দিনগুলি।
বর্তমানের স্বপ্ন গুলোও আর রঙিন নয় সাদাকালো দেখি!
এখন আমার নুন আনতে পান্তা ফুঁরোয়,
অভাব ঘিরে রেখেছে চারিপাশ থেকে
একটু খানি সুখের জন্য নিরন্তর ছুটে চলা
এখন আমি মধ্যবিত্ত, আমার তবে কিসের ভোগ বিলাশ?
একটা সময় ছিল, যখন এই সমাজে মানুষ ছিল
ছিলো না কোন শ্রেণী ভেদ,
আর আজ উচ্চ, মধ্যম, নিম্ন কত শ্রেণী!
এ শ্রেণীর মধ্যে আমার স্থান কোথায়? তাও নিজের অজানা!
হতে পারে আমার অবস্থান মধ্যম শ্রেণীতে, আমি মধ্যবিত্ত।
আমার মাথার উপর বসে শাসক শোষক শ্রেণীর উচ্চবিত্ত
চুষে খাচ্ছে আমার মাথার ঘিলু।
আমার নিচের দিকে যারা আছেন তারা নিম্নবিত্ত
তারা খাবলে ছিঁড়ে খাচ্ছে আমার পায়ের মাংস,
তাদের উচ্চতাও বাড়ছে, হাঁটুর নিচ থেকে কোমর অব্দি পৌঁছেগেছে
এখন তারা খুবলে খাচ্ছে আমার কোমরের মাংসও।
ছোট্ট পেট আর মাথার উপরের উচ্চবিত্তের ভার নিয়ে দাঁড়িয়ে থাকা
আজ আমার পক্ষে প্রায় অসম্ভব!
আমি মধ্যবিত্ত, আমার জন্য আবার জায়গার দরকার কি?