সূর্য ফোঁটার আগেই যাচ্ছি ছেড়ে তোমার শহর,
পড়বে না আর ছায়া।
বন্ধু তুমি শান্ত থেকো, ভালো থেকো
না বাড়িয়ে মায়া।
যাওয়ার পথে চোখে পরে যদি, মায়া ভরা সে মুখ
মলিন মুখ, ছলছল চোখ, যেন অথই সমদ্রুর
হাত বাড়িয়ে আটকাবেনা পথ, মুখেও বদ্ধ তালা
অন্তর জুড়ে বেদনার ঝড়, হৃদয় উতালা।
পথের বাকে হারিয়ে ছায়া, বিছানায় দেয় ডুব
চোখের জ্বলে বালিশ ভিজে, কষ্ট যে পায় খুব।
খানিক বাদে দূরালাপনি, পৌঁছাতে তোমার আর কতখানি?    
ভাঙা গলার স্বর,
আমায় যদি ভালোইবাসো,  তবে করে গেলে কেন পর?
আমার যে আর ভাল লাগে না, তোমায় ছেড়ে থাকতে
সকাল, দুপুর, সন্ধ্যা, বিকেল তোমায় শুধু দেখতে।
উত্তর আমি কি দেবো তোমায়, আমিও ভীষণ বিরহে
না বলেই আবার এসে যাবো, বন্ধু তোমার শহরে।