হৃদয়ের আকাশ হতে নেমে আসা নীল কাব্য
ঝর্ণার শ্রোত বেয়ে সাগরে পতিত।
আমি নির্বাক নয়নে চেয়ে দেখি নীল কাব্যের পথ চলা।
দূর্গম গিরিপথ,  কত-না সমতল ভূমি
আঁকাবাকা মেঠো পথ সাথে মসৃণ মহাসড়ক
সব মাড়িয়ে মহাসাগরের দেয় ডুব।
নীল কাব্যের নীল জলরাশি চোখে আঁকে পদচিহ্ন
আকাশ, তুমি আকাশ নেই আর তবে কি তা ভিন্ন!