আমি ভালোবাসি অন্ধকারের ফুল
যারে আমি চোখে দেখিনি!
অন্ধকারেই কুঁড়িয়ে তা জমা করি
বুকের পকেটে ।
আমি ভালোবাসি অন্ধকারের ফুল
যারে আমি চোখে দেখিনি!
অন্ধকারেই কুঁড়িয়ে তা জমা করি
বুকের পকেটে ।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৩টি মন্তব্য এসেছে।
এ প্রেমই তো আসল প্রেম কবিবন্ধু।খুব সুন্দর অনুভূতিত প্রকাশ।শুভকামনা রইল প্রিয়।
অনন্য চেতনা
গভীর প্রেম অনুভব
শুভেচ্ছা রাখবেন প্রিয়
অন্ধকারে সাদা ফুল । সুবাসিত হওয়া ।অসাধারণ
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.