হটাৎ করেই এমন যদি পাও গো কোন খবর
হাসি মুখে এসো তখন  আমায় দিতে কবর।
আমি তখন  ঘুমিয়ে রবো চাইবো না আর কিছু,
তখন  তুমি মুক্ত স্বাধীন,  আর নেব না পিছু।
এটাই তো তোমার চাওয়া মনে,
সকল সময় বলছো ক্ষনে
বিজয়ী তোমায় দেখতে আমি দিয়ে গেলাম প্রাণ
তোমায় শুধু দিয়ে গেলাম ভালোবাসা  অফুরান।
থেকো তুমি সুখে, মিষ্টি হাসি মুখে
আমায় তুমি করোনা স্বরণ বন্ধু তোমার দুখে।
হাত বাড়িয়ে না পাও যদিও, থাকবো ঘিরে তোমার পাশে
ভালো যদি নাই বা বাসো তাতেই আমার কি যায় আসে।
আমি তো পেরেছি বাসতে তোমায় জীবনের চেয়ে ভালো
তুমিই আমার সব জীবনের মিষ্টি মুখো আলো।
ওপার হতে দেখবো আমি তোমার যত সুখ
কখনো আমি পারবোনা ভুলতে আমার সে প্রিয় মুখ।