আজি রবির আলো নামিলো ভূধরে
আঁধার হইলো দূর,
রবির হাতেই রচিল গীতি
কত সূর সু-মধুর।
রবির হাতেই রচিল গল্প
কত শত কবিতা,
বাংলার বুকে ঘটিয়াছিল যা
তার পটে সবই তা।
রবির কলমে ফুটিয়া উঠিল
সমাজের যত চিত্র,
সাহিত্যাকাশে তাই রবি আজ
উজ্জ্বল এক নক্ষত্র।
রবির ছোঁয়ায় ভরিয়া উঠিল
বাংলা সাহিত্যের বু্ক,
রবির হাতেই দেখিল বিশ্ব
বাংলা সাহিত্যের মুখ।