কেবলই আঁধার নেমে আসে
কেবলই রাত হয়,
চাতক পাখির ন্যায় চেয়ে থাকি
একটু খানি সুখের পরশের আশায়।
মোবাইলের কুট করে বেজে ওঠা টোনে
আমাকে জাগ্রত করে,
বুক পকেট হতে ঝটপট হাতে নিয়ে চেয়ে দেখি
হয়তো আমার সুখের পরশ।
বিধিবাম, ভগ্নহৃদয় মোবাইল গুটিয়ে আবারও রাখি
বুকের বাম পাশে,
ভাবছো বুকের বাম পাশে কেন?
যেন তোমার থেকে আসা একটু সুখের পরশ
আমার আত্মাকে ছুঁয়ে দেয়
আমি শান্ত হই!