ধর্ম বলে কিছু নেই
ধর্ম মানেই ভন্ডামি
ধর্ম মানেই চন্ডামি
ধর্ম মানেই হতাশা  নিবারণ করার মিথ্যে অস্ত্র
ধর্ম মানেই মোল্লা, পুরোহিত, পাদ্রী,যাজকের বস্ত্র।


ধর্মে আছে কী?
আরে ব্যাটা ধর্মে কিছু নাই
ধর্মে আছে শুধু
নারী কে কিভাবে তাচ্ছিল্য করা যায় তার নিয়ম
ধর্মে আছে শুধু
কিভাবে মানুষের মাঝে জাত-পাত সৃষ্টি করা যায়।
ধর্মে আছে শুধু কিভাবে পবিত্র ভালবাসা কে
যেনা বলে আখ্যা দেওয়া যায়।


ধর্মে আছে কী?
ধর্মে কিছু নেই
ধর্মে যা আছে সব মেকি।


ধর্মে আছে কী?
ধর্মে আছে শুধু কিভাবে
মূর্খদের শায়েস্তা করা যায়।
ধর্মে আছে শুধু কিভাবে
ঈশ্বর ভয় দেখিয়ে পেঠ পুরো করা যায়।


ধর্মে আছে কী?
ধর্মে আছে শুধু শান্তির বার্তার বুলি
ধর্মে শান্তি কোথায়
ধর্মের নিয়ম কিভাবে
খাওয়া যায় অপর ধর্মের মানুষের মাথার খুলি।


দূর ছাই
আসলে ধর্মে কিছু নাই,
ধর্মের হুঙ্কার ছাড়িস না
মনুষ্যত্ব তাড়িস না।


ধর্ম মানুষের নয়
ধর্ম মানেই মানুষের ক্ষয়
ধর্ম মানেই বিভেদের জয়
যারা পাগল,মূর্খ,স্বর্গ লোভী
তারাই ধর্মের কথা কয়....