তুমি আমার আষ্টেপৃষ্ঠে লেপ্টে আছ


তুমি সর্বদা মনে ভালবাসা কে উদ্বেল করে তোল,


তোমাকে নিয়ে আহো-রাত্র


আলু- থালু চিন্তায় নিমগ্ন থাকি।


তোমাকে হারানোর ভয়ে!


আমি তোমায় ভালবাসি


রাজকন্যা হুমায়রা বিলাসী,


তোমার তরে এ প্রাণ আহুতি


দিতে প্রস্তুত।


তুমি আমার প্রেম আমার ভালবাসার আকাশের রামধনু


তোমাকে ছাড়া বাঁচব না


রাজকন্যা হুমায়রা বিলাসী!


তুমি আমার বক্ষের ভালবাসাকে উন্মীলিত করেছ


কষ্ট নামক বেদনা কে উন্মূল করেছ


মরুময় জীবন কে প্রাণবন্ত করেছ,


আজ কি সে আমায় ভুলে যেতে চাও?


মনে যে ভালবাসার বীজ বপন করেছ


তার কি হবে!


আমার ভালোবাসার কি হবে


আমার কি হবে?


ভালোবাসার সংবিধান উল্লঙ্ঘন করো না


এঁদো কাদায়  ছুড়ে ফেল না,


ভালবাসার কশেরুকা ভেঙ্গ না


ভালবাসা কে সম্মান দাও


রাজকন্যা হুমায়রা বিলাসী?


আমি ভালোবাসা নামক কালান্তক ব্যাধিতে


আক্রান্ত হয়েছি!


তুমি ছাড়া কেউ এই ব্যাধি


দূর করতে পারবে না রাজকন্যা হুমায়রা বিলাসী?


তুমি আমার ভালবাসার কুবলয়


তোমার স্পর্শে এ ব্যাধি হবে ক্ষয়।


এ্যাত্তটা কূপমন্ডূক হয়েও না


রাজকন্যা হুমায়রা বিলাসী ফিরে এসো মম তরে?