আমি ভালো নেই তবুও ভালো থাকার অভিনয় করি
সেকেন্ড,মিনিট,ঘন্টা,প্রহর মনের সঙ্গে যুদ্ধ করি
মন বারংবার বিদ্রোহ করে কিন্তু মনের সঙ্গে পারি না
আমার অস্ত্র নেই গোলা- বারুদ নেই।


সৈন্য- সামন্ত নেই, নেই কিছুই নেই
মনের বিদ্রোহ দমন করব কিসে?
মন তো বলীয়ান ও যা ইচ্ছে তাই করে
আমি কিছুই করতে পারি না।


শুধু বিদ্রোহ দমন করার প্রয়াসে কর্কশ ভাষায় গাল- মন্দ করি
কিন্তু,ও আরোও বিগ্রে যায়!
কখনো মস্তিষ্কে কখনো বুকে আঘাত করে
চিৎকার করে উঠি পাগলের মতো কেঁদে কেঁদে
চোখ রক্তবর্ণ করে তুলি?


মনের কাছে শতবার আজলা পেতে অনুকম্পা চেয়েছিলাম
বিদ্রোহ করিস নে!
কিন্তু,মন কিছুই শুনছে না দিনমান মস্তিষ্কে,বুকে বিদ্রোহী কার্তুজ চালিয়ে যাচ্ছে,
মনের একটি দাবি প্রিয়সী চাই?


কিন্তু, প্রিয়সী পাব কই ও যে নেই
পরবাসী হয়ে গেছে
তাই মনের শর্ত মানতে পারছি না
তাই আজ আমার করুণ দশা?


আর বুঝি বেশিদিন পারব না মনের সঙ্গে যুদ্ধ করতে
ক্লেষ্টতায় নুয়ে পড়ছি কবে যে না ফেরার দেশে চলে যাই
মনের একটাই দাবি প্রিয়সী চাই।