তোমাকে দেখার মৌতাত বেড়ে চলছে
মম প্রেম রাজ্যের প্রজারা বিক্ষোভ করছে,
প্রেম সরোবর উত্তাল
কবে নীলপদ্ম হবে তাদের  সঙ্গীনি।
.
প্রেম রাজ্যের নীলিমায়
আর হেলাল,সেতারা, সবিতা উদিত হয় না
ম্লানিমা চুম্বন করেছে তাদের
কবে দেখবে তারা নীল পদ্ম কে?
.
ম্রিয়মাণ রোগে আক্রান্ত
প্রেম রাজ্যের প্রজাদের সকল  অর্ধাঙ্গিনী,
.
প্রেম বাগিচায় আর অলি গুণগুণ করে গান গায় না
হাঁসনাহেনা,বেলী, গোলাপ,জুই,গাঁদা
কেউ আর উঁকি দেয় না প্রেম রাজ্যের বুকে
কবে নীলপদ্ম তাদের প্রেম বাগিচায় আসবে
এ ভেবে তারা বিক্ষোভ করেছে
আমাদের নীলপদ্ম কে এনে দিন?
.
প্রেম বিঙ্গের খোঁজ - খবর নেই
মধুর সুর আর তার কন্ঠে নেই
কর্কশ স্বর হয়ে গেছে
তার দাবি নীল পদ্মার  সুবাস চাই?
.
প্রেম রাজ্যের উজিরে আজম,পাশা,সেনাপতি, পাইক- পেয়াদা,
সবাই বিক্ষোভ করছে
তাদের একটাই দাবি আমাদের
নীলপদ্ম এনে দিন,
আমরা নীলপদ্ম পূজা করতে চাই
রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে চাই।
.
আপনি ছাড়া কেউ নীলপদ্ম এনে দিতে পারবেন না প্রেমরাজা
আমাদের কে নীলপদ্ম এনে দিন,
নচেৎ প্রেম রাজ্য অস্থিরতা
দূর করতে পারবো না।
কিছু একটা করুন প্রেম রাজ্য কে বাঁচাতে হবে
প্রেম রাজা?
.
উৎসর্গঃ নীল পদ্ম( নাজনিন নাঈম আঁখি)
ব্রজলাল কলেজ, খুলনা
অর্নাস দ্বিতীয় বর্ষ (ইকোনমিক)- ২০১৮।