বাতায়ন খুলে বসে আছি
উষ্ণ কায়াকে শীতল করার প্রয়াসে!
রাত নিঝুম ঝি! ঝি! পোকা ডাকছে
নীলিমার বুকে বিধু খিল খিল হাসছে
সেতারা উঁকি দিয়ে আমার
কান্ড- কারখানা দেখছে?


সেই কখন থেকে বসে আছি পবন রাণীর ছোঁয়া পাবার আশে
পবন রাণীর দেখা নেই!
প্রতি সেকেন্ডে উষ্ণতা বেড়ে চলছে
নাসিকা নিঃশ্বাস নিতে অস্থির হয়ে পড়েছে
বুক ধড়- ফড় বেড়েই চলছে
তবুও পবন রাণীর দেখা নেই...