এসো সখী কলঙ্ক সোপ মাখি
ভালবাসার শুভ্র সফেনে
কিছু স্মৃতি তোমার - আমার অঙ্গে আঁকি।
.
এসো কলঙ্ক সোপের
সুঘ্রাণে মাতোয়ারা হয় দুজন,
হে সখী মাখবে কি তোমার অঙ্গে কলঙ্কের সোপ
অচলায়তন সমাজ কে বৃদ্ধাঙ্গুলি দেখাবো
সবাই হবে  নিরব?
.
এসো সখী এসো, কলঙ্ক সোপ মাখিয়ে দেই
ভালবাসার চিহ্ন তোমার বক্ষে এঁকে দেই!
কলঙ্ক সোপের ঝান্ডা উড়াবো
অচলায়তন সমাজের মানুষের মন পুড়াবো।
.
এসো সখি এসো
বয়স- ভেদ ভুলে কলঙ্কের সোপ মাখি,
নতুন করে প্রেম ইতিহাসে
কিছু জায়গা নিয়ে  থাকি?