আমার মনের আকাশ কেনো তোমার মন আসেনা
বলো সখি আমি কি তোমার মাঝে ছিলাম না ।
তবে কেনো চাঁদনি রাতে চাঁদের আলোয় আমায় নিলে না  ?
রজকিনী হয়ে কেনো একটু হাসলেনা,
তবে কি আমি তোমার কভু ছিলাম না ।
মজনু আমি লাইলী তুমি চন্দিদাশের খবর নিলাম না ।
তাজমহলের ইটের ভাঁজে বৃক্ষ জন্মায়
মমতাজের অশ্রু জলে প্রাণ ফিরে পায় ।
আমরা দু'জন যোজন দূরে; হয় না দেখা চিঠি দিলাম না।
"তুমি হেলেন সেজে রইলে ট্টয়ে বিভীষিকাময়"
শান্ত শীতল গ্রাম তোমার অপেক্ষায় হচ্ছে জীবন ক্ষয় !
বলো না সখি আমি কি তোমায় ভালোবেসে ছিলাম না ?


০৪ অক্টোবর ২০০০ ইং