যেই রাতে আমি কেঁদেছিলাম
সেই রাতে ছিল তোমার গায়ে হলুদ
তাই বুঝি অঝোরে ঝড়েছে বারিষ।
‘ভেবেছিলাম লিখবো চিঠি নীল খামে প্রীতি’
হয়নি লিখা হবেনা দেখা, চলে গেলে দূরে
প্রেমের নামে ছড়ালে বিষ ।


ভোর হওয়ার আগেই সেই দিন উঠেছে সূর্য
ঘর ছেড়েছি ধরিনি ধৈয্য।
তবু বুঝিনি আমি আলো থেকে দূরে আঁধারের কাছে
চলছি পথে অজানার রথে—
আঁধার ধরেছে ঘিরে আর হয়নি আসা ফিরে
‘সেই যে হারিয়ে গেলাম কেউ আর খুঁজে না পেল’
আসলে কেউ খুঁজ করেনি মনে হয় !


অনেক দিন পর তখনো পাইনি খুঁজে ঘর
কে যেন খবর দিলো, চুপেচুপি তোমার খবর নিল
আছো ভালো মহা সুখে, ধনীর ধনে আছো মেতে
যদিও আমি পাইনা খেতে
তবু খুশি আসলো মনে দুঃখ ভুলে মধুর ক্ষণে
স্মৃতি যদিবা কাঁদায় সুখ তবুযে হাসায়।
আসলে আমি ভালো আছি একা একা বাঁচি।


১৮ মার্চ ২০০১ ইং