আমার ছিলো যিনি অতি আপন এখন হলো সে পর,
কোন কারণে করলে সৃজন যদি না পারি বাঁধতে ঘর ।
এখন দেখি নিজেই আমি নিজের কাছে হয়েছি পর !
চাইনি তো বেশি কিছু শুধু প্রেম সাগরে দিছি ডুব
অথৈই জলে সাঁতার কাটি কূলের খুঁজে ঘুরছি আজ খুব ।
স্বপ্ন আমার স্বপ্ন রইলো তার আগেই তুমি করলে পর
সে দূরে - যাকে নিয়ে সাজাতে চাই স্বপ্ন সুখের ঘর ।
জীবন একটা দুঃখ নদী জল নাহি তার শুকায়
চোখের জলে বন্যা হলে কোথায় ব্যথা লুকাই ।
আমার আকাশ কালো মেঘে নেই ফাগুণের সুর,
কাছে থাকার দিয়ে কথা রইলে অনেক দূর ।


০১.১০.২০০০ ইং