দুঃখ দিতে  মনে লয় ক্ষতি নেই দুঃখ দিও,
ইচ্ছে তোমার থাকুক বেঁচে তাতে সুখ খুঁজে নিও ।
নিভে যদি জীবন আলো আসে নেমে আঁধার,
সেই আঁধারে খুঁজে নেবো আমি সুখের বাজার ।
মনে যদি পরে তোমার ছিলাম আমি আপন,
ভুল শুধরে প্রিয়; সুখে ই কাটবে জীবন-যাপন ।
কতো আশা ছিলো মনে করলে স্বপ্ন বিলাসী,
রঙ্গিন জীবন সুরে-সুরে সাজালে ওগো প্রেয়সী ।
অথচ সে; আঁধার রেখে আলোয় গেলে চলে,
নেই অভিযোগ সুখে থেকো যেও আমায় ভুলে ।।


০৩.০৯.২০০০ ইং