যদি আমি চলেই যাই আর না আসি ফিরে,
যাবে কি ভুলে আমায় হাজার লোকের ভিড়ে ?
যদি আর দেখা না পাই লুকিয়ে থাকো দূরে
আজন্মকাল ডাকবো তোমায় মিষ্টি মধুর সুরে !
যদি আবার ফিরে আসো সেই পুরনো ঠিকানায়
এসেই দেখবে আমি আজো বসে আছি বিচানায় !
যদি আবার ফিরে আসি বাইশ বছর পর,
রাখবে কি গো আমায় মনে; যদিও বাঁধো ঘর ?
যদি কভু ভুলেই যাও; রাখোনি আর মনে-
জাগিয়ে দেই আমি যদি; রাখবে কি আপন জনে ?



০২ বৈশাখ ১৪২৬, ১৫ এপ্রিল ২০১৯