মাঝে মধ্যে নিজেকে দেয়াল ঘড়ি মনে হয়
     জরুরী ছাড়া কেউ কভু খবর নাহি লয়।


আমি কি হারিয়ে যাওয়া সাদা-কালো টিভি
স্টোরে ধুলো পরা পুরোনো ফ্রেমে বাঁধা ছবি।
আমি কি বন্ধ হয়ে যাওয়া সেই টিভি চ্যানেল
কোথাও কেউ বুঝেনা, শোনেনা কোন প্যানেল।
আমি কি গুম হয়ে যাওয়া মানুষের সে সেই সুখ
অনেক কাল যায় না দেখা হাসি মাখা কোন মুখ।


আমি কি সুবোধ বালকের পালিয়ে বেড়ানো দিন-রাত
                                 শান্তনার নেই কোন হাত।


আসলে ভুলে গেছে সবাই, এই পৃথিবী বড়ই বিচিত্র!