আলো শুধু দূর করেনা আঁধার সে দেখায় পথ
জীবন যেথায় থেমে গেছে আবার সে চালায় রথ ।
ধৈর্য্য হারা মানুষ যারা অল্পতেই যায় থেমে
সামনে আলো আঁধার ঠেলে পাতালে যায় নেমে ।
হারতে-হারতে যে হারে সেই হারেনা তো কভু
অবশেষে আসবে ছুটে লেগে থাকলে তবু ।
একটু হেঁটেই যে বুঝে যায়; রাস্তা নেই তো আর
করতে হবে নতুন করে নতুন রাস্তা তার !
ভুলেই থাকে তুলে রাখে বুদ্ধি যে লোকে
সারা জীবন শূন্য হাতে থাকে শুধু শোকে ।
নেই ঠিকানা তাই বলে কি হবে না বাহির
খুঁজে বেড়াও ফিরে পাবে তবেই হবে বীর ।


১৮ মে ২০১৯