আমি শিখে গেছি ভালো থাকা
       তাইতো করি না ভয়,
             হাঁটতে একা শিখেছি বলে
                     পথের হয় না ক্ষয়।
                          হাসতে শিখেছি সেই ক'বে
                    দুঃখ লুকিয়ে গভীরে,
             দুই ঠোঁটের কোণে ফুটিয়ে
      সেই সুখের ছবিরে।
ভালোবাসতে শিখেই গেছি
      উজার করে নিজেরে,
            পাওয়া না পাওয়ার খেলা-
                    ভুলে; সুখেই মজিরে।
                          আমি দুঃখে কান্না ভুলে গেছি
                   আসেনা দু’চোখে জল,
             খড় বুকে সুখের আবাস
       অভিনয়েরই ফল।
ক'বেই আঁধার ভুলে গেছি
       শুধুই আলোর দল,
            পারবেনা তো হারাতে কেউ
                        যতোই দেখাক বল।
                   আমি ধোঁকা দিতে শিখে গেছি
            আখের গুছিয়ে মোর,
       দেবো না কান; ভুলেও কভু
যতোই করো না শোর।