যামিনী দীপ্তি আঁধার
হৃদয়ে হাহাকার,
যূনী যোষিৎ; যার বুকে
সোনালী সু-প্রভাত।


তোমার আবল্য কিসে
অষ্টসিদ্ধি মিছে,
ক্রোধার সম্মুখে ক্লীব
পালাও বলে ক্লিষ্ট।


১২ অক্টোবর ২০১৫ ইং


অর্থ-
যামিনী=রাত        দীপ্তি=আলোকিত
যূনী=যৌবতী        যোষিৎ=নারী        
আবল্য=দুর্বলতা      অষ্টসিদ্ধি=প্রাপ্তি      
ক্রোধা=সাহসী নারী
ক্লীব= পুরুষত্বহীন,হিজড়ে যেমন,
ক্লিষ্ট=দুঃখিত।