আঠারো সাল দিনের যুবক
আঠারো বছর রাত,
অধ্য জীবন ঘুমেই কেটে
অধ্য জীবনটা পাত।
বুঝার বাকী ছিলো জীবন
কেটে গেছে বছর,
বুঝতে-বুঝতে সময় গিয়ে
রইল ভুলের আছর ।
সহজ-সরল জীবন ছিলো
ছিলাম আমি বোকা,
অনেক সময় সরলতায়
দিয়েছে কেউ ধোঁকা।
দিন গিয়ে রাত রাত গিয়ে দিন
কাটছে জীবন রথ,
ভুল থেকে এই শিক্ষা নিয়ে
খুঁজে নেবো পথ ।
সঠিক পথে চলবে জীবন
ভুল থেকে সেই দূর,
স্বর্গ সুখে সাজবে সবাই
দেবো আলোর নুর ।