প্রেম মধুর একটি শব্দ দুঃখই করে নেয় তা জব্দ ।
তবু মানুষ সুখের খুঁজে সুখ-দুঃখ প্রেমকেই বুঝে ।
হাজার রঙের আল্পনাতে খুঁজে প্রিয় আকাশ মাঝে
প্রেম সুখতে মন নাচে যে দিবা-নিশি সকাল সাঁঝে ।


মন এতোই কোমল দেখেনা সাদা-কালো
হাজার মন্দের ভিড়ে সব দেখে সে ভালো ।
আঁধার রাতে সব চেয়ে চুপে জ্বানে আলো
ভুলে সে নিজের কথা অন্যের তরে ঢালো।


বেদনারা রোজ ভীড় করে মনেরই আয়নায়,
সুখ পাখি যায় উড়ে ঘুরে কপালে সুখ সয়নায়।
অনুভবে সেই জেগে থেকে করে আঘাত মনে,
ভুলে গিয়েও দুঃখের আগুন ছড়াই ক্ষণে-ক্ষণে।


ভালো লাগার ভালোবাসা ভুলে দূর আকাশে উড়ে,
ধরতে গেলে সে যায় হারিয়ে আশে-পাশেই ঘুরে।


০৮ নভেম্বর ২০১৭