ক.
ঘুমের মানুষ গুম হয়েছে
জেগে থাকা বৃথা,
অদেখারে দেখাও শতো
মিথ্যে সবই কথা!


খ.
রাতকে টেনে দিনের আলোয়
দিনকে টানি রাতে,
বিশ্ব মাঝে স্বর্গ সাজাই
থাকো যদি সাথে!


গ.
রংধনু সাত রঙ্গে সেজে
রাখবো তোমায় সুখে,
বৃষ্টি জলে মেঘের দলে
থাকবো ধরে বুকে!


ঘ.
ডান পকেটে দু:খ রেখে
বাম পকেটে সুখ,
বুক পকেটে ভালোবাসা
ঘৃণায় ভরা বুক!


ঙ.
সাদা করে বুকে ধারণ
কালো করে আড়াল,
জীবন সাজুক রঙ্গীন রঙ্গে
সব দু:খ অন্তরাল!


১২ আগস্ট ২০১৮