বিরহ-ব্যথায় কাঁদে মন খুঁজে সে আপন জন,
একটু সুখের আশায় বাসা বাঁধে দুঃখের আসন।
সুখের গাঁথা মনের কোণে সুপ্ত; হয় না জাগরন,
দেখতে নারি ভীষণ কষ্টের হালকা যে তার আভরন।
মন ছুঁয়ে যায় সুখের কথায় দুঃখের কথায় কান্না,
কতো দুঃখ সইতে পারে; দুঃখতো আর সয় না ।
সব জীবনেই প্রেমের বাতাস বহে কোনো এক সময়!
প্রেম যতোটা না কষ্টের তার চেয়ে অধিক সুখের হয় ।
কতো যে নগর-রাষ্ট্র গড়ে এই প্রেমেরি ছোঁয়ায়
আবার ধ্বংস কতো সভ্যতা মানবতা হারায় ।


ভাঙ্গে গড়ে ফের পথ দেখায় সুখের বন্দরে ঠিকানা বানায়।


০৮ নভেম্বর ২০১৭